মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অভিযুক্ত আবুল হাসেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আবুল হাসেম মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া খালপাড়ার মৃত আতর আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিশুটির পরিবারের মা, বাবা, দাদিসহ সবাই বাড়ির পাশ্ববর্তী ওয়াজ মাহফিলে যান। রাত ৯টার দিকে শিশুটির ঘুম পাচ্ছে বলে মাকে জানালে মা বাড়িতে গিয়ে ঘুমাতে বলেন। শিশুটি বাড়িতে এসে ফুফু মিনারা খাতুনের ঘরে টিভি চলতে দেখে সেখানে যান। এসময় ওই কক্ষে মিনারা খাতুন ও তার স্বামীও ঘুমাচ্ছিল। টিভি দেখার এক পর্যায়ে শিশুটিও সেখানে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে মিনারা খাতুনের স্বামী হাসেম আলী ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এঘটনায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় হাসেম আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডি্ক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার বাংলানিউজকে জানান, ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবুল কালাম জানান, সোমবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র আসামি হাসেম আলীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ওএইচ/