জাপানের সম্রাট নারুহিতোর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাপান দূতাবাসে এক অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার সহধর্মিণী ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানকে নিয়ে যোগ দেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো তাকে স্বাগত জানান। এমডি সায়েম সোবহান জাপানের রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভারত, সুইজারল্যান্ড, ব্রাজিল, থাইল্যান্ড, ফিলিস্তিন, নেপাল প্রভৃতি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
টিআর/এএ