বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বাংলানিউজকে জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
পিএম/এবি