ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ভবন থেকে পড়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
উত্তরায় ভবন থেকে পড়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় ছাদ থেকে পড়ে তানজিন (১৫) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বাংলানিউজকে জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
পিএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।