ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সেমিনারে তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। একইসঙ্গে শিল্পায়নের দিকে বলার মতো অগ্রগতি করছি আমরা। পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার হিসেবে দেশের প্রতিরক্ষা বাহিনীর সুনাম রয়েছে। তাদের সঙ্গে ফলপ্রসু অংশীদারিত্ব গড়তে এ সেমিনার ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতাদের জন্য একটি ভালো সুযোগ।
সেমিনারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার সম্পর্ক রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এইচএডি/