ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ৪ দিনেও খোঁজ মেলেনি স্বর্ণ ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
গৌরনদীতে ৪ দিনেও খোঁজ মেলেনি স্বর্ণ ব্যবসায়ীর

বরিশাল: বরিশালের গৌরনদীতে চারদিনেও খোঁজ মেলেনি স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব সাহার। তিনি উপজেলার টরকিবন্দরের স্বর্ণ ব্যবসায়ী। 

এই নিয়ে আতঙ্ক রয়েছেন নিখোঁজ বিপ্লব সাহা স্বজনরা। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ বিপ্লবের পরিবারের সদস্যরা জানান, গত ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিপ্লব। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। পরে বুধবার রাতে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বাংলানিউজকে জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারসহ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।