ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

২১ ফেব্রুয়ারি ৭৮ হাজার স্থানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
২১ ফেব্রুয়ারি ৭৮ হাজার স্থানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের ৭৮ হাজার স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহম্মদ নিজাম উদ্দিন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ৬৪ বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০৫টি উপজেলা/জোন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্র, ৫৫০টি মডেল রিসোর্স সেন্টার, ১ হাজার ৫০০টি সাধারণ রিসোর্স সেন্টার, ৫৫৫টি মডেল লাইব্রেরি, ১০১০টি দারুল আরকাম মাদ্রাসা, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৪৬৫টি মক্তব ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ মোট ৭৮ হাজার ৪৭৪টি স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও উপজেলা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধুর বিশেষ অবদান’ শিরোনামে আলোচনা সভা, ক্বিরাত, হামদ-নাত ও মাহফিল অনুষ্ঠিত হবে।

ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকাল ৭টায় আজিমপুর কবরস্থানে এবং সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জুমার নামাজের পর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।