ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মরণোত্তর একুশে পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের বাচ্চু ডাক্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
মরণোত্তর একুশে পদক পেলেন চাঁপাইনবাবগঞ্জের বাচ্চু ডাক্তার

চাঁপাইনবাবগঞ্জ: মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক-২০২০ পেলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ও ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রয়াত এ মহান ব্যক্তির পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকটি গ্রহণ করেন তার মেয়ে চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফেরদৌসি ইসলাম জেসি।

পদক প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জেসি বলেন, রাষ্ট্রের দেওয়া এ স্বীকৃতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করতে পেরে গর্ববোধ করছি।

আমার বাবাকে এ সম্মানে ভূষিত করার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২০ জন বিশিষ্ট নাগরিককে ও একটি প্রতিষ্ঠানকে এ বছর একুশে পদকে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।