বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২ দিনের এ ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর উদ্ধোধন করেন ভাষাসৈনিক ইউছুফ হোসেন কালু।
এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইনামুল হাকিম, প্রফেসর শাহ সাজেদা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিথুন সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, লোকসংস্কৃতি গবেষক দেবাশীষ চক্রবর্তী, লেখক ভায়োলেট হালদার প্রমুখ।
প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য, ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা চারশ’র বেশি বইপত্র ও অর্ধশত ডকুমেন্ট প্রদর্শিত হচ্ছে।
প্রতিদিন রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রদর্শনীটি শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এমএস/এবি