এক বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে সংগঠনটি। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা গ্রামে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ৫ সাংবাদিকের ওপর হামলা চালায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও তার সহযোগীরা।
এ ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির রহমত আলী, বাংলানিউজের স্বপন চন্দ্র দাস, ডেইলি ইন্ডিপেন্ডেন্টের নজরুল ইসলাম ও যায়যায়দিন পত্রিকার মোকাদ্দেস আলীসহ ১০ গ্রামবাসী আহত হন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এমএস/এইচএডি/