ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে গৃহহীনদের জন্য বরাদ্দ ২১শ কোটি টাকা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
মুজিববর্ষে গৃহহীনদের জন্য বরাদ্দ ২১শ কোটি টাকা

সাভার (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আসন্ন মুজিববর্ষ উপলক্ষে দুই হাজার একশ কোটি টাকা গৃহহীনদের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর ঈদগাঁহ মাঠে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বই মেলা উদ্বোধন শেষে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ভূমিসহ ঘর করে দেওয়া হবে।

সেই ঘরগুলো টিনের চালের পরিবর্তে ছাদ করে দেওয়া হবে। ২০২১ সালের আগেই ভূমিহীনদের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হবে। এবারের বই মেলায় বঙ্গবন্ধুর ছবি প্রর্দশনী করা হবে। সেই সঙ্গে ২৫টি স্টলে বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যাবে।

বই মেলা উদ্বোধনে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।