ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
সারাদেশে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশের শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

বরিশাল করেসপন্ডেন্ট জানান, ২১ এর প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।  .সিলেট করেসপন্ডেন্ট জানান, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে (১২টা ১মিনিট) মাতৃভাষা দিবসে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি হাতে লাখো জনতার ঢল ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। ১২টা ১মিনিট হওয়ার সঙ্গে সঙ্গেই শহীদ মিনার বেদিতে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। প্রথমে মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, শ্রমজীবী, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা-প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান। .বাগেরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে।

সাতক্ষীরা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। ..মেহেরপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মেহেরপুর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।

মাগুরা করেসপন্ডেন্ট জানান, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জবাসী। একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে। .বরগুনা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে জনতাল ঢল নেমেছিলো বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনারে।

ফেনী করেসপন্ডেন্ট জানান, প্রথম প্রহরে শহরের ট্রাংক রোড শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিরাসহ সাধারণ জনতা।

সাভার করেসপন্ডেন্ট জানান, ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের আশুলিয়া প্রেসক্লাব কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন হাজার মানুষ। প্রথম প্রহরে আশুলিয়ার বাইপাইলস্থ প্রেসক্লাব চত্বরে শহীদ মিনারে সাংবাদিক, পুলিশ,  রাজনীতিবিদ ও গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরিতে অংশ নেবেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।