বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে কুমিল্লার কোতোয়ালী থানাধীন লোহারপুল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশে তাদের গ্রেফতারে অভিযান চালায় কোতোয়ালী থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।
গুলিবিদ্ধ ২ ডাকাতকে তাৎক্ষণিক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সচল একটি এলজি, পাচঁ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি এবং একটি তালা কাটার কার্টার উদ্ধার করা হয়।
নিহত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলাসহ ৭-৮টি মামলা রয়েছে। পলাতক বাকি ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশের (এলআইসি টিমের) উপ-পরদির্শক (এসআই) পরিমল দাস।
বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এএটি