শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আয়াতুল্লাহ আকতারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাজলি দেওয়া হয়।
এ সময় আয়াতুল্লাহ আকতার বলেন, আজ আমরা গর্বিত যে আমাদের ভাষার কারণে আজ বিশ্বব্যাপী মাতৃভাষা ভাষা দিবস পালিত হচ্ছে।
এছাড়া সকাল থেকে বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন। ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়েছে ইডেন মহৎ কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, নবাব ফয়জুন্নেসা হল, শামসুন্নাহার হল, রোকেয়ার হলসহ বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইএআর/এএটি