ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা আন্দোলনের লড়াই এখনো শেষ হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ভাষা আন্দোলনের লড়াই এখনো শেষ হয়নি

ঢাকা: ভাষা আন্দোলনের মাধ্যমে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই লড়াইটা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অন্যতম শীর্ষ নেতা রাজেকুজ্জামান রতন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।  

রাজেকুজ্জামান রতন বলেন, ভাষা আন্দোলনের লড়াইটা ছিল সমান অধিকারের লড়াই।

সেই লড়াই চূড়ান্তরূপ পেয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে। কিন্তু সাধারণ মানুষের প্রকৃত স্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। একুশ মানে মাথা নত না করা, সুতরাং যতদিন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না ততদিন আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
আরকেআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।