ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ভোলায় ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ভোলা: অবৈধভাবে পরিবহনের সময় ভোলায় ৬টি বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্যবিভাগ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভেদুরিয়া ঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে এ জাল জব্দ করা হয়। জব্দকরা জালের মূল্য ৬ লাখ টাকা।

সকালে ওইসব জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশকে নিয়ে মৎস্যবিভাগ অভিযানে নামে। এ সময় ফেরিঘাট এলাকায় পরিবহনের সময় একটি বাস থেকে অবৈধ ৬টি জাল জব্দ করা হয়। খুলনা থেকে ওই জাল ভোলায় আনা হয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসিফের উপস্থিতে জব্দকরা জাল পুড়িয়ে নস্ট করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।