ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

একুশের চেতনা আমাদের অনুপ্রেরণা: রবার্ট ডিকসন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
একুশের চেতনা আমাদের অনুপ্রেরণা: রবার্ট ডিকসন

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, অমর একুশের চেতনা আমাদের অনুপ্রেরণা। ভাষা আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। স্থান-কাল নির্বিশেষে এ পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব ভাষায় কথা বলার অধিকার আছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, যারা নিজের ভাষায় কথা বলার জন্য ১৯৫২ সালে জীবন দিয়েছিলেন, সেই ভাষা শহীদদের প্রতি সালাম জানাতে পেরে আমি গর্বিত।

এসময় রবার্ট চ্যাটার্টন ডিকসন বাংলায় অমর একুশের সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গেয়ে শুনান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।