নিহতরা হলেন- উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তাহের মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল (৪০) ও একই ইউনিয়নের মহিদুল শেখের ছেলে বুলবুল শেখ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের মুলাডুলির গোয়ালবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবীর বাংলানিউজকে জানান, মোটরসাইকেল আরোহীরা ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে মুলাডুলি ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক হতে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা হবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ওএইচ/