শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের তুলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত আফিদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেজান রহমান অভি ও আহত আফিদ বরিশাল হাতেম আলী কলেজের উচ্চ মাধ্যমিকের কমার্সের ১ম বর্ষের ছাত্র।
সেজান বরগুনা জেলার বেতাগী উপজেলার মীজানুর রহমানের ছেলে এবং আফিদ বরিশাল আমানত গঞ্জের আবুল কালাম তালুকদারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সোহেল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে কুয়াকাটা বেড়াতে আসছিল। পথে যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সেজানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
আরএ