পরবর্তী ২৪ ঘণ্টার জন্য শনিবার সকালে দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
জেডএস