ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো ৭ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
গাজীপুরে আগুনে পুড়লো ৭ দোকান

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, দুপুরে জরুন এলাকায় মোহসিনের ভাঙারি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের তিনটি মুদি দোকান, একটি ঝুট গুদাম, একটি খাবার হোটেল ও একটি বিভিন্ন যন্ত্রপাতির দোকানে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ওইসব দোকান ও দোকানের মালপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ৮/১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।