ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৩ ঘণ্টার পর নিভলো টঙ্গী‌র তুলার গুদা‌মের আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
৩ ঘণ্টার পর নিভলো টঙ্গী‌র তুলার গুদা‌মের আগুন গুদামের পোড়া তুলার একাংশ। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদা‌মে লাগা আগুন নিয়ন্ত্র‌ণে এসেছে। ফায়ার সা‌র্ভি‌সের ১০টি ইউ‌নিটের কর্মীরা প্রায় সা‌ড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নেন।

শ‌নিবার (২২ ফেব্রুয়া‌রি) বি‌কেল ৩টা ৪০মি‌নি‌টে আগুন নিয়ন্ত্র‌ণে আসে। এর আ‌গে শ‌নিবার দুপুর ১২টার দি‌কে এ অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার মো. আ‌তিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদা‌মে আগুন লা‌গে। প‌রে মুহূর্তের ম‌ধ্যে আগুন পা‌শে আ‌রও ক‌য়েক‌টি তুলার গুদা‌মে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। খবর পে‌য়ে টঙ্গী, পূর্বঞ্চল ও উত্তরা ফায়ার সা‌র্ভি‌সের ১০টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্র‌ণের চেষ্টা ক‌রে। একপর্যা‌য়ে প্রায় সা‌ড়ে তিন ঘণ্টার চেষ্টায় বি‌কেল ৩টা ৪০মি‌নি‌টে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌সে। ত‌বে আগু‌নে কতগু‌লো গুদাম পু‌ড়ে‌ছে তা, তাৎক্ষ‌ণিক জানা যায়‌নি। আগুন লাগার সূত্রপাত ও ক্ষ‌তির প‌রিমাণ তদ‌ন্তের পর বলা যা‌বে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২২, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।