ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নারী-কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
বরিশালে নারী-কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সার্কিট হাউজের সভা কক্ষে এ সভার আয়োজন করে নারী ঐক্য পরিষদের বরিশাল জেলা শাখা।  

নারী ঐক্য পরিষদের বরিশাল শাখার সভাপতি বেগম ফয়জুন নাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য (এমপি) লুৎফুন্নেসা খান।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম।

সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের কারণ ও প্রতিকারের ওপর বক্তব্য দেন।  

বক্তারা এ ব্যাপারে সরকারের পাশাপাশি পরিবার ও মহল্লার দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।  

সভার দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুন্নেসা খান ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি পুষ্প চক্রবর্তী।

সভায় আরও বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদ বরিশাল শাখার সহ-সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, সদস্য দিনারা বেগম, চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীমা নাসরিন, মহিলা পরিষদের সহ- সভাপতি নূরজাহান বেগম।

সভায় এলাকা ভিত্তিক সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি গঠন করা। সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নজরসহ বেশকিছু বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।