পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৭-৮ জনের মুখোশ পরিহিত একটি দল জামছড়ি এলাকায় এসে অতর্কিতে গুলি ছুড়ে।
সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জামছড়ি ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা নিহত হন। আর আহত হন সাবেক ইউপি সদস্য উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যাচিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০), ক্য প্রু মং (৪৫) ও আদাসী মারমা (২৬)।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বান্দরবান সদর থেকে পুুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এছাড়া আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এমএইচএম