ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাসেল (২৪) ও ফাহাদ (২৩)
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএস সেন্টারের দক্ষিণ দিকের রাস্তায় বাসের ধাক্কায় ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাবার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। আহত অবস্থায় ফাহাদকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এজেডএস/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।