ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা: উত্তরা ৯ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় প্রায় ৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ফুটপাত হকারমুক্ত করতে দুপুরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের পেছনে ৯ ও ১০ নম্বর সেক্টরে চতুর্থবারের মতো অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

জুলকার নায়ন বলেন, এসব দোকানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় উত্তরা ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে ১৭ নম্বর প্লটের মালিক খবিরুল ইসলামকে সড়কে ইট-বালু-মাটি রাখার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করা হয়। পরে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৫১ নম্বর প্লটের রিফাত অটো ও মানিক এসি মেরামতের মালামাল ফুটপাতে রাখার অপরাধে ইব্রাহিম ও মানিক মিয়াকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।   

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।