রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর এলাকার পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে জয়নাল আবেদিন টিটু ও একই এলাকার খুদ্দম আলীর ছেলে সিরাজুল ইসলাম।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এনটি