রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত অনিল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়ার রহিন ত্রিপুরার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাহেন্দ্রযোগে কর্মস্থলে যাওয়ার পথে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহেন্দ্র উল্টে গেলে তিনি গুরতর আহত হন।
পরে স্থানীয়রা আহত অনিলকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে মাহেন্দ্র চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুত বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
এডি/এবি