রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নাহিদ সুলতান (২৪), শাকিল আহমেদ (২২), তারেক রহমান (২০) ও মিল্টন ইসলাম (১৯)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। পরে দুপুরের দিকে নওগাঁ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় ২৮২ বোতল ফেনসিডিল জব্দসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসআরএস