ঢাকা: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহবুবুর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মগবাজারের মীরবাগে নিজ বাড়িতে থাকতেন।
নিহত মাহবুবুরের ছেলে মাইমুল অর্গ জানান, দুপুরে তার বাবা এক আত্মীয়কে নিয়ে গুলিস্তান যান। পরে আত্মীয়কে একটি পরিবহনের তুলে দেওয়ার গোলাপ শাহ মাজারের সামনে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এজেডএস/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।