রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি।
এছাড়া এ সময় গ্রাহক সেবার মান বাড়ানোর লক্ষ্যে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রিপেইড মিটার রিচার্জের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান, ডিপিডিসির নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্লকচেইন প্রযুক্তির সুবিধা হচ্ছে বিল পরিশোধ সংক্রান্ত লেনদেনকে নিরাপদ করার পাশাপাশি ডিজিটাল প্রতারণার প্রতিরোধ ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
আরকেআর/আরবি/