রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার খারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান ওই ভ্যানের যাত্রী ছিলেন।
আহত তিনজনের মধ্যে একজন মোটরসাইকেলের আরোহী এবং অন্য দু’জন ভ্যানচালক ও ভ্যান যাত্রী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে কাশিয়ানী থেকে ভ্যানে করে নিজ গ্রামের বাড়ি সস্রাইল যাচ্ছিলেন শাহজাহান। পথে খারহাট এলাকায় এলে একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানটি সড়কে উল্টে পড়ে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী ও ভ্যানচালকসহ আরও এক ভ্যানযাত্রী আহত হন। আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসআরএস