নারীদের তথ্যের অধিকার ও আইনি সহায়তা বাড়াতে সরকার গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন তারা।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতার কথা জানান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
বিশ্বে শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮২ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এ সংস্থা প্রতিষ্ঠা করেন।
এ সংস্থার আইনের শাসন বিভাগের পরিচালক (ডিরেক্টর রুল অব ল) লরা নিউম্যানের নেতৃত্বে ঊর্ধ্বতন সহযোগী পরিচালক গ্যাবি সলটেরো, সহযোগী পরিচালক ক্যারি ম্যাকি ও বাংলাদেশে কার্টার সেন্টারের চিফ অব পার্টি সুমনা এস মাহমুদ বৈঠকে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এমআইএইচ/আরবি/