ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ

ঢাকা: মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার সুযোগ দিতে দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

ঢাকা সফররত মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরানের সঙ্গে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের বৈধ হওয়ার সুযোগ দিলে উভয় দেশই লাভবান হবে।  

তাই দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ শ্রমিক হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানান ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠকে ২০১৭-১৮ সালে জিটুজি প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ ৮০ কর্মী নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া অব্যাহত সমর্থন দেওয়ায় এম কুলাসেগেরানকে ধন্যবাদ জানান ড. মোমেন। এ সংকট সমাধানে আসিয়ানের দেশগুলোর সমর্থন আদায়ে মালয়েশিয়ার ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।