সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দল বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, নারী ক্ষমতায়ন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি দীর্ঘদিন থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী।
এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল কান্নি উইগনারাজা বলেন, সংসদ সদস্যগদের যথাযথ অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে এসডিজির সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ নারী ক্ষমতায়ন ও শিক্ষায় অনেক এগিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জী, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর রেদওয়ান মুজিব সিদ্দিক ও পোর্টফোলিও ম্যানেজার মাহমুদা আফরোজ ।
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসকে/টিএম/এসআইএস