রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এই কিশোর মারা যায়।
তার বাবার নাম সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের বউবাজার বেগুনবাড়ি সেতুর নিচে ছুরিকাঘাতে শিপন (১৮) ও মানিক (১৬) নামে দুই কিশোর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত পৌনে ১২টার দিকে শিপন মারা যায়। আর এ ঘটনায় মানিক নামের অপর কিশোরের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শিপন ও মানিক হাতিরঝিল মধুবাগ এলাকাযর বাসিন্দা। ঘটনার সময় দু’জনই মোটরসাইকেলে ছিল। সুজন নামে এক যুবক এসে তাদের ছুরিকাঘাত করে বলে আহত মানিক দাবি করেছে। তিনি আরও জানান, শিপন রাত পৌনে ১২টার দিকে মারা গেছে। মানিক চিকিৎসাধীন রয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শিপন নামের এক কিশোর মারা গেছে। আরেকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এজেডএস/টিএম/এসআইএস