ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা কুপিয়ে হত্যা

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় কেফায়েত উল্যাহ হাসান (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত যুবক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাইয়া বাড়ির হেদায়েত উল্যাহর ছেলে।

সে বেগমগঞ্জে একটি কাপড়ের দোকানে চাকরি করতো বলে জানিয়েছে পুলিশ।  

স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে বেগমগঞ্জ চৌরাস্তার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা কেফায়েত উল্যাহ হাসানের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
টিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।