আবু সুফিয়ান নওগাঁর ধামইরহাট থানার মঙ্গলিয়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নত আলী জিন্নাহ বাংলানিউজকে জানান, সকালে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আবু সুফিয়ান। এসময় একটি গাড়ি তাকে ধাকা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবু সুফিয়ান গাজীপুরে বাসা ভাড়া থাকতো বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএস/ওএইচ/