ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য নৌবন্দরে প্রবেশ ফি মওকুফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের জন্য নৌবন্দরে প্রবেশ ফি মওকুফ

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।  

অফিস আদেশে বলা হয়েছে ‘মুজিববর্ষ’ উপলক্ষে সব বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধিনস্থ বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সব ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সব ধরনের লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।