ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ‘রামসাগর’ এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
গাইবান্ধায় ‘রামসাগর’ এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: উত্তরাঞ্চলের জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রেল স্টেশনের ২ নম্বর প্লাটফরমে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সেকেন্দার আজম আনাম।

 

এসময় মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, কবি সরোজ দেব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক খান মো. সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, নিরাপদ চিকিৎসা চাই জেলা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত রুনু, অ্যাড. সালাউদ্দিন কাশেম প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় এক যুগ আগে মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যেত এবং গাইবান্ধা সদরের বাদিয়াখালী ত্রিমোহনী হয়ে কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরানী, হাসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর যেত। কোনো কারণ ছাড়াই দীর্ঘ এক যুগ ধরে এ লাইনে ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে। ফের এই ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষের দুর্ভোগ লাঘব হবে। অবিলম্বে আমরা ট্রেনটি চালুর দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।