ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
পাকুন্দিয়ায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কামিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে কামিল প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ওই কেন্দ্র পরিদর্শনকালে সাত জন পরীক্ষার্থীকে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম পাঁচ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর সবাই মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কামিল প্রথম বর্ষের হাদিস গ্রুপের সুনানো আবি দাউদ ও তাফসীর গ্রুপের উলুমুল কোরআন বিষয়ের পরীক্ষা চলছিল। কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় সর্বমোট ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।