সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণের এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন।
দুদক কমিশনার বলেন, পাপিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে দুদক।
ড. মোজ্জামেল হক খাঁন বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে অবস্থান নিয়েছেন। এটি শুরু হয়েছে নির্বাচনের আগে এবং এখনো চলমান রয়েছে। তবে দুদক তার দায়িত্ব থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতি যতদিন থাকবে ততদিন আমাদের কাজ করে যেতে হবে। বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করা হবে। বেসিক ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা অনিয়ম করেছে সে ব্যাপারেও মামলা চলমান আছে এবং কখন কাকে গ্রেফতার করা হবে এটি আইন ও আদালতের সিদ্ধান্তের ব্যাপার।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ