সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগাঁও দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক ওই এলাকার খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কিন্টারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি ফিরছিল ওমর ফারুক। এসময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
আরএ