সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে শুক্কুর হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুক্কুর বরিশালের আমিরগঞ্জ এলাকার মুকন্দপট্টির মৃত আ. মান্নান হাওলাদারের ছেলে।
শুক্কুর হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফয়সাল জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমএস/এইচজে