সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বইমেলায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।
পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বান্দরবান জেলার বিভিন্ন কবিদের লেখা ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন ও বইয়ের স্টলগুলো ঘুরে দেখেন। এবারের বইমেলায় ৩৫টি স্টল অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ