ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে তিন দিনব্যাপী বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
বান্দরবানে তিন দিনব্যাপী বইমেলা শুরু

বান্দরবান: বান্দরবানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
 
বইমেলায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, সদস্য ক্যনে ওয়ান চাক, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
 
পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বান্দরবান জেলার বিভিন্ন কবিদের লেখা ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন ও বইয়ের স্টলগুলো ঘুরে দেখেন। এবারের বইমেলায় ৩৫টি স্টল অংশ নিচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।