তিনি জানান, পর্যায়ক্রমে সারাদেশে ৬০ লাখ দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ করে দেবে সরকার। আগামীতে বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটির শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের টেকসই উন্নয়নে সরকার কাজ করছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার সারাদেশে ব্রিজ, কালভার্ট, রাস্তা যেখানে যা প্রয়োজন সব নির্মাণ করে দেবে। বাংলাদেশে ভবিষ্যতে কোনো বাঁশের সাঁকো থাকবে না। সবগুলো বাঁশের সাঁকোর পরিবর্তে সেখানে পাকা ব্রিজ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমআইএইচ/জেডএস