সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তানজিবা ও বিকেল সাড়ে ৫টায় মাহমুদুলের মৃত্যু হয়।
তানজিবার বাবা রহমত উল্লাহ জানান, দুপুরে বাসার ছাদে খেলছিল শিশু তানজিবা।
শিশু মাহমুদুলের বাবা আনসার আজাদ জানান, দুপুরে খাওয়ার সময় শিশু হাসানের গলায় মাছের কাটা বেধে যায়। এরপর সে বমি করতে থাকে। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে না ওঠায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শিশু দুইটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এজেডএস/এনটি