সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
মৃত সেতু বিশ্বাস শহরের মৌলভীপাড়ার মিন্টু বিশ্বাসের ছেলে। আহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার উলু সিকদারের ছেলে স্বপন সিকদার (৩০), জেলা শহরের মৌলভীপাড়া এলাকার সাত্তার গাজীর ছেলে পলাশ গাজী (২৬), হাসিবুরের ছেলে সোহাগ (৩৫)। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ বাংলানিউজকে জানান, রাতে ডুমদিয়া এলাকায় গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের ড্রাইভারসহ পাঁচ যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেটকারের চালক সেতু মারা যান।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এনটি