সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনৈতিক কাজের অভিযোগে জোসনাসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। পরে জোসনা থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর ডিভিশনের এডিসি ওবায়দুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তিন নারী ও এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এক পর্যায়ে জোসনা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এজেডএস/আরবি/