মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা জেলার মান্দা উপজেলার সুটিরহাট মীরপুর এলাকার আকরাম আলীর ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল বাংলানিউজকে জানান, মহাদেবপুর বাজার থেকে হাট চকগৌরী বাজারে ভটভটি চালিয়ে যাচ্ছিলেন মোস্তফা। এসময় হাট চকগৌরী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওএইচ/