ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে ভটভটি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
মহাদেবপুরে ভটভটি উল্টে চালক নিহত

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটি উল্টে মোস্তফা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা জেলার মান্দা উপজেলার সুটিরহাট মীরপুর এলাকার আকরাম আলীর ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল বাংলানিউজকে জানান, মহাদেবপুর বাজার থেকে হাট চকগৌরী বাজারে ভটভটি চালিয়ে যাচ্ছিলেন মোস্তফা। এসময় হাট চকগৌরী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।