মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জুই উপজেলার সোনাপুর এলাকার মো. জসিমের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানায়, জুই বিদ্যালয়ের কাছাকাছি গিয়ে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিম উল হক ইমরান জানান, মরদেহ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসআর/আরবি/